২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নারী বিচারককে হুমকির মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

আপডেট : মার্চ ১৪, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

27

ভয়েস বাংলা ডেস্ক

নারী বিচারককে হুমকির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাজধানী ইসলামাবাদের একটি আদালত আজ মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ১৬ মার্চ পর্যন্ত স্থগিত করেন।

মামলায় ইমরানের বিরুদ্ধে গতকাল সোমবার অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম। এই পরোয়ানা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন ইমরান। আজ তাঁর এই আবেদনের ওপর শুনানি নিয়ে পরোয়ানা স্থগিত করেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ ফাইজান হায়দার গিলানি।

গতকাল ইমরানের বিরুদ্ধে পরোয়ানা জারির পরই তাঁকে গ্রেপ্তারে তৎপর হয়েছিল ইসলামাবাদ পুলিশ।

ইমরানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গতকাল ইসলামাবাদ থেকে পুলিশের একটি দল হেলিকপ্টারে লাহোরে গিয়েছিল। তারা লাহোর পুলিশের সঙ্গে বৈঠক করেছিল। বৈঠকে ইমরানকে গ্রেপ্তারে ইসলামাবাদ পুলিশকে সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছিল লাহোর পুলিশ।

ইমরানের বিরুদ্ধে হওয়া মামলাটির অভিযোগে বলা হয়, গত বছরের ২০ আগস্ট ইসলামাবাদের ফাতিমা জিন্নাহ পার্কে সমাবেশ করেন পিটিআই চেয়ারম্যান ইমরান। সমাবেশে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হুমকি দেন। তাঁর এ হুমকির মূল উদ্দেশ্য ছিল বিচার বিভাগ ও পুলিশ কর্মকর্তাদের আইনগত বাধ্যবাধকতা পালনে বাধা দেওয়া।

ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান।

সূত্র: প্রথম আলো




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্মৃতি ও স্মরণ

ছবি