২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

‘আরআরআর’, ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ এর অস্কার জয়ে বিশেষ বার্তা অমিতাভ-শাহরুখের

আপডেট : মার্চ ১৪, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

23

ভয়েস বাংলা ডেস্ক

অস্কারের ৯৫তম আসরে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কার জিতেছে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’। অন্যদিকে এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। দুই বিভাগে ভারতকে গৌরব এনে দেওয়ার জন্য পরিচালক রাজামৌলি ও প্রযোজক গুণীত মোঙ্গাকে উদ্দেশ করে একটি টুইট করেছেন কিং খান। এরপরই এই দুই ছবি এবং তাদের টিমকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন শাহরুখ খান। শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউডের বিগ বি, অমিতাভ বচ্চনও।

বলিউডের বাদশা শাহরুখ খান টুইট করে লেখেন, ‘গুনীত মোঙ্গাকে ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ এর জন্য একটা বড় শুভেচ্ছা। এমএম কিরাবানি, চন্দ্রবোস, এসএস রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআরকে অনেক শুভেচ্ছা আমাদেরকে পথ দেখানোর জন্য। দুটি অস্কারই ভীষণ অনুপ্রেরণামূলক।’

অমিতাভ বচ্চনও এদিন তার ব্লগে ‘আরআরআর’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’  ছবির প্রতি শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমরা জিতলাম। বহুদিন ধরে যে স্বীকৃতি বাকি ছিল সেটা এল’। তিনি তার পোস্টে আরও লেখেন, ‘একটি বিদেশি রাষ্ট্রতে গিয়ে পুরস্কার জিতে তারা আমাদের গর্বিত করল। আমরা কারও থেকে কম নই।’

আরআরআর ছবিটির পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। এই ছবির গান নাটু নাটু একাধিক খেতাব জিতেছে। এই গানে রামচরণ এবং জুনিয়র এনটিআরের আইকনিক নাচের মুদ্রা গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছে। ছবিতে তাদের একদল ব্রিটিশদের সঙ্গে এই গানে নাচ করতে দেখা গেছে। গানটি লিখেছেন চন্দ্রবোস। কম্পোজ করেছেন এমএম কিরাবানি। আর কোরিওগ্রাফি করেছেন প্রেম রক্ষিত।

অন্যদিকে ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ ছবিটি পরিচালনা করেছেন কার্তিকী গন্সালভেস। এটি প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা।

সূত্র: সমকাল




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্মৃতি ও স্মরণ

ছবি