Online Bangla feature and news portal
৮ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

আরামবাগে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দাবি বেতন পরিশোধ

আপডেট : নভেম্বর ১, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

51

ভয়েস বাংলা ডেস্ক

রাজধানীর আরামবাগ এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আজ সকাল আটটায় সড়ক অবরোধ শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের দাবি, পোশাকমালিকেরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছেন।

কমলাপুরের একটি পোশাক কারখানা রাজধানীর উত্তরখানে যাচ্ছে। কিন্তু শ্রমিকেরা বলছেন, তাঁদের বেতন-ভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। বেতন–ভাতা না দেওয়ায় পোশাকশ্রমিকেরা পথে নেমেছেন। আজ সকাল আটটায় হাজারো শ্রমিক বেতন পরিশোধের দাবিতে কমলাপুর রেলস্টেশনের পাশে বিআরটিসির বাস ডিপোর সামনে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা লাইনে দাঁড়িয়ে দাবিদাওয়া জানাচ্ছেন। রাজধানীর কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে দাঁড়িয়ে শ্রমিকেরা অবরোধ করছেন।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দাবি, তাঁদের বেতন-ভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। তাঁরা পথে নেমেছেন বেতন–ভাতা পরিশোধের দাবিতে। এতে রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে সীমিত আকারে যান চলছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সূত্র: প্রথম আলো




স্মৃতি ও স্মরণ

ছবি