Online Bangla feature and news portal
৮ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

আপডেট : অক্টোবর ২৫, ২০২২ ২:১০ অপরাহ্ণ

42

ভয়েস বাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্কুলে আবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি হাইস্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

গতকাল স্থানীয় সময় সকাল ৯টার পরে এক বন্দুকধারী সেন্ট লুইস শহরের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে ঢুকে পড়েন। এরপরই সেখানে হতাহতের এ ঘটনা ঘটে। হামলার সময় প্রায় ৪০০ জন শিক্ষার্থী ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল। হামলার পেছনে উদ্দেশ্য ঠিক কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্কুল ভবনে ঢোকার দরজা তালাবদ্ধ ছিল। বন্দুকধারী সেখানে কীভাবে প্রবেশ করলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলা শুরুর পরে একপর্যায়ে বন্দুকধারীর অস্ত্র থেকে গুলি বের না হওয়ায় (জ্যাম) অনেকের প্রাণ রক্ষা পায়।

সেন্ট লুইস স্কুল কর্তৃপক্ষ বলছে, পুলিশ এসে ওই বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে’। সন্দেহভাজন ওই হামলাকারীকে ১৯ বছর বয়সী। তিনি এ স্কুলের সাবেক শিক্ষার্থী বলে পুলিশ শনাক্ত করেছে। পুলিশের সঙ্গে গোলাগুলির সময়ে মারা যান ওই বন্দুকধারী।

পুলিশ বলছে, হামলাকারী ছাড়া নিহতদের অন্য দুজন হচ্ছেন একজন কিশোরী এবং একজন নারী। হামলার পরপরই ওই কিশোরীকে স্কুলের ভেতরেই মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া হামলায় আহত হওয়ার পর ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এখন পর্যন্ত এ বছরে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: প্রথম আলো




স্মৃতি ও স্মরণ

ছবি