ভয়েস বাংলা ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিয়াম শহরে আরও দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবরে শত শত লাশ আছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জেলেনস্কি। খবর রয়টার্সের
জেলেনস্কির সাক্ষাৎকারটি রবিবার রাতে প্রচার করেছে সিবিএস। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আজ আমি আরও কিছু তথ্য পেয়েছি। আরও দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। বড় বড় এসব গণকবরে শত শত মানুষের মরদেহ আছে। আমরা ছোট শহর ইজিয়ামের কথা বলছি।’
রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে জেলেনস্কি বলেন, ‘নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়া দরকার। এসব নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি রাজনৈতিক প্রভাবও থাকবে।
নতুন করে আরও দুটি গণকবর খুঁজে পাওয়ার ব্যাপারে জেলেনস্কি যেসব কথা বলেছেন, তা নিয়ে রুশ কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাশিয়া বরাবরই ইউক্রেন যুদ্ধে নৃশংস কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করে আসছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়া কয়েক মাস ধরে ইজিয়াম শহরটি দখল করে রেখেছিল। সম্প্রতি ইউক্রেনীয় সেনারা শহরটির পুনঃ নিয়ন্ত্রণ নেয়। চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ইজিয়ামের একটি বন এলাকায় একটি সমাধিস্থলের কাছে বড় গণকবর শনাক্ত করে।
গত সপ্তাহে গণকবরটি খোঁড়ার কাজ শেষ হয়। সেখান থেকে ৪৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক গভর্নর বলেছে, বেশির ভাগই সহিংস মৃত্যুর শিকার বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ৩০ জনকে মৃত্যুর আগে নির্যাতন করা হয়েছিল বলে প্রাথমিকভাবে আলামত মিলেছে।
ওই গণকবর এলাকা থেকে ১৭ সেনার মরদেহও উদ্ধার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো