Online Bangla feature and news portal
৮ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

চার বছর পর স্পেনকে তেতো স্বাদ দিল সুইজারল্যান্ড

আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ

51

ভয়েস বাংলা ডেস্ক

২০১০ বিশ্বকাপ স্পেনের ফুটবল ইতিহাসের সেরা অধ্যায়। দক্ষিণ আফ্রিকায় সেই বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপা উৎসবে শেষ করা ওই বিশ্বকাপে স্পেনের শুরুটা হয়েছিল সুইজারল্যান্ডের কাছে হার দিয়ে।

গতকাল রাতে উয়েফা নেশনস লিগে মুখোমুখি হওয়ার আগের ২৪ বারের দেখায় সেটিই ছিল সুইসদের কাছে স্পেনের একমাত্র হার।

২০১০ বিশ্বকাপের এক যুগ পর আবারও সুইজারল্যান্ডের কাছে হারল স্পেন। মঞ্চ এবার উয়েফা নেশনস লিগ। শনিবার রাতে স্পেনের জারাগোজায় সুইসদের কাছে ২-১ ব্যবধানে হেরেছে লুই এনরিকের দল। চার বছরের মধ্যে ঘরের মাঠে এটি স্পেনের প্রথম হার, ১৯ বছরে দ্বিতীয়।

এর আগের হারটি ছিল ইংল্যান্ডের কাছে ২০১৮ সালের নেশনস লিগে, বেনিতো ভিলামারিনের ম্যাচটিতে স্পেনের হারটি ছিল ৩-২ গোলে।

লিগ ‘এ’র গ্রুপ দুইয়ে স্পেন সুইজারল্যান্ডের কাছে হারলেও একই গ্রুপের অপর খেলায় চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার দিয়েগো দালোত ২টি, তাঁর ক্লাব সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ ১টি গোল করেন।

ইউনাইটেডের আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাননি। তবে লিভারপুলের ফরোয়ার্ড দিয়েগো জোতার গোলটিতে সহায়তা করেছেন তিনি।

জারাগোজার লা রোমারেদা স্টেডিয়ামে স্পেন নেমেছিল ঘরের মাঠে টানা ২২ ম্যাচ অপরাজিত থেকে। তবে ২১ মিনিটে হেডে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ম্যানুয়েল আকানজি। গোল খেয়ে স্পেন এতটাই খেই হারিয়ে ফেলে, গোলের সুযোগও তৈরি করতে পারেনি।

প্রথমার্ধে সুইজারল্যান্ডের পোস্ট বরাবর একটি শটও নিতে পারেননি ফেরান তোরেস, পাবলো সারাবিয়ারা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে একটি গোল শোধ করেন বার্সা ডিফেন্ডার জর্দি আলবা। তবে এর তিন মিনিট পরই আবার এগিয়ে যায় সুইজারল্যান্ড, কর্নার থেকে পাওয়া বল কাছ থেকে জালে ঠেলেন এমবোলো।

জিতলেও চার দলের গ্রুপে সুইসদের অবস্থান এখনো ৩ নম্বরে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে স্পেন দুইয়ে আর ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। তবে গ্রুপসেরার মীমাংসা হবে মঙ্গলবার রাতের স্পেন-পর্তুগাল ম্যাচে।

সূত্র: প্রথম আলো




স্মৃতি ও স্মরণ

ছবি