২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ইনজুরিতে ছিটকে গেলেন বাংলাদেশের দ্রুততম মানব

আপডেট : জুলাই ১৬, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ

65

ভয়েস বাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারি রাউন্ডে নিজের গড়া রেকর্ড (ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে) ভেঙে পরবর্তী হিট পর্বে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। কিন্তু দুর্ভাগ্য তার। হিটে আর নামাই হয়নি! ইনজুরির কারণে ছিটকে যেতে হয়েছে।

আজ (শনিবার) সকালে চার নম্বর হিটে দৌড়ানোর আগে ওয়ার্মআপ করার সময় পায়ে ব্যাথা অনুভব করেন ২৮ বছর বয়সী লন্ডন প্রবাসী অ্যাথলেট। এরপর আর দৌড়ানোর সুযোগই হয়নি।

ওরিগন থেকে হোয়াটসঅ্যাপে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পায়ের ব্যথার কারণে ইমরানুর হিটে অংশ নিতে পারেননি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু করতে হয়েছে। তানাহলে সামনে কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেওয়া কঠিন হয়ে যেতো।’

ইমরানুর অবশ্য হিটে দৌড়াতে না পেরে অনেকটাই হতাশ, ‘ওয়ার্মআপের সময় পায়ে ব্যথা পাই। ডাক্তাররা পর্যবেক্ষণ করে না দৌড়ানোর পরামর্শ দেন। তা না হলে পরের গেমসে অংশ নেওয়া কঠিন হয়ে পড়তো।  আমি দৌড়ে অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন




স্মৃতি ও স্মরণ

ছবি