২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চেক জালিয়াতি মামলায় উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : জুলাই ২, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ

76

ভয়েস বাংলা ডেস্ক

কু‌ড়িগ্রা‌মের রাজিবপুর উপ‌জেলা চেয়ারম‌্যান আকবর হো‌সেন হি‌রো‌কে গ্রেপ্তার ক‌রা হয়েছে।

শনিবার ভোরে তা‌কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাজিবপুর থানার ওসি মোজারুল ইসলাম।

ওসি জানান, আর্থিক লেন‌দেন নি‌য়ে চেক সংক্রান্ত বিষয়ে একটি মামলা হয় জামালপুরের বকশিগঞ্জ আমলি আদালতে। পরে মামলা‌টি কু‌ড়িগ্রাম আদাল‌তে আস‌লে বিচারক চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে গ্রেপ্তারি প‌রোয়ানা জা‌রি ক‌রেন।

সেই প‌রোয়ানা মূলে শনিবার ভোর রা‌তে চেয়ারম‌্যান‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ।

ওসি মোজারুল ইসলাম জানান, চেক জালিয়াতির মামলায় শ‌নিবার সকা‌লে চেয়ারম‌্যা‌ন‌কে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সূত্র: দেশ রূপান্তর




স্মৃতি ও স্মরণ

ছবি