Online Bangla feature and news portal
৩রা অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

লন্ড‌নে রেডব্রিজ কাউন্সিলে ছয় বাংল‌া‌দেশি নারী বিজয়ী

আপডেট : মে ৬, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ

157

ভয়েস বাংলা ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে রেডব্রিজ কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বং‌শোদ্ভূত ৬ নারী প্রার্থী বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন, সৈয়দা সায়মা আহমেদ, সাঈদা চৌধুরী, জ্যোস্না ইসলাম, পুষ্পিতা গুপ্তা, লুৎফা রহমান ও তাইফুর রশীদ।

ছয় বিজয়ীর মধ্যে সাঈদা চৌধুরী ও লুৎফা রহমান প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। বাকি ৪ জন দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর বিজয়ী হলেন।

লন্ড‌নের টাওয়ার হ‌্যাম‌লেটস থে‌কে অন্তত পাঁচ জন বাংলা‌দে‌শে জন্ম নেওয়া নারী কাউন্সিলার হ‌তে পা‌রেন। বৃহস্প‌তিবার রা‌ত ১০টায় ভোটগ্রহণ শেষ হ‌লেও অন‌্যান‌্য কাউন্সি‌লের ফলাফল পে‌তে শুক্রবার রাত অব‌ধি অপেক্ষা কর‌তে হ‌বে।

সূত্র: বাংলা ট্রিবিউন




স্মৃতি ও স্মরণ

ছবি