Online Bangla feature and news portal
৩রা অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

সৌদি আরবে ৭ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

আপডেট : এপ্রিল ১৬, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ

164

ভয়েস বাংলা ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সাত দিন ধরে নিখোঁজ মো. নাঈম (২২) নামে এক বাংলাদেশি যুবক। তিনি কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দ কান্দি গ্রামের ফজর আলীর ছেলে।

নাঈমের বড় ভাই ইব্রাহিম খলিল বলেন, ‘২০২১ সালের ১৬ জুলাই জমি বিক্রি করে নাঈমকে বিদেশে পাঠাইছি। সে সৌদি আরবের রিয়াদ শহরে থাকতো। গত ১০ এপ্রিল দেশটির আবহা শহর থেকে আজ পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ। রুমমেটরা জানিয়েছে, তার রুমের আরও চার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে একজন বাংলাদেশি ও তিন জন ভারতীয়। অপর বাংলাদেশিও তিতাস উপজেলার বাসিন্দা। আমার ভাইকে ফেরত পেতে সরকারের সাহায্য চাই।’

নাঈমের বন্ধু একই ইউনিয়নের বাসিন্দা মাসুদ করিম বলেন, তাদের পারিবারিক অবস্থা ভালো না। নাঈমের বাবা বাহরাইনে থাকেন। বহু কষ্ট করে নাঈমকে বিদেশ পাঠিয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে খোঁজ না পেয়ে তার মা, ভাই ও বোনেরা সারাদিন কান্নাকাটি করছেন।

কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুনেছি ছেলেটা নিখোঁজ। এলাকার প্রবাসীদের বিষয়টা জানিয়েছি। এছাড়া তাদের পরামর্শ দিয়েছি যেন ওখানকার প্রশাসনকে বিষয়টি জানায়।’

সূত্র: বাংলা ট্রিবিউন




স্মৃতি ও স্মরণ

ছবি