ভয়েস বাংলা ডেস্ক
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় উদ্ভোধন হয়ে গেলো সিউর বাউন্স আইটি বগুড়া শাখা। বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে বিকাল তিনটায় উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বগুড়া জেলা শাখার সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইটি সেক্টর অনেক গুরুত্ব, বলে যানান এবং সকল উদ্যোক্তাদের সফলতা কামনা করে, এবং বেকারত্ব, দূরীকরণের লক্ষে প্রতিটি ঘরে ঘরে উদ্যোগ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাই, বিশেষ অথিতি, জনাব হাসান ইউনুসী, প্রতিষ্ঠাতা সিওর বাউন্স আইটি এবং এইচএ আর ফ্যাশান, জনাব খায়রুল সারওয়ার নাফিজ, বিশেষ সহযোগিতার Bogra market place e-commerce platform (BMPG) জন্যে দোয়া এবং গ্রুপ সকল মেম্বার দের সফলতা কামনা করে।
এডমিন প্রতিষ্ঠাতা এবং Nurjahan Fashion & accessories Director, মোঃ সাহিদ হোসেন, জনাব সাজ্জাদ চৌধুরী, সাদিয়া ফারহিন, মহল হাসান, এস কে সুমন হাসান, উম্মে ফাতেমা লিশা, আমি অনন্য গ্রুপের এডমিন প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, মাইনুর রহমান। সেলিনা রহমান ডল।জেসমিন আক্তার জেমি, রাখি,রুনা,কোহিনুর, শিউলি আক্তার, দৃষ্টি, সহ বাংলাদেশ নারী উদ্যোক্তা গল্প ফাউন্ডেশন, শতাধিক মেম্বার।
সিউর বাউন্স আইটি বগুড়া শাখার Course Details:
1. Freelancing 2. Video Editing 3. Graphics Design 4. Web Design 5. Audio Editing 6.App’s Development 7. English Language 8. Software Making 9. Photography 10. Computer Hardware 11. SEO 12. Digital Marketing.