২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মডার্নার টিকা দিয়ে দেওয়া হবে বুস্টার ডোজ

আপডেট : জানুয়ারি ১৩, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

118

ভয়েস বাংলা ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে ৬০ বছরের বেশি এবং সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিনপ্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এতে আরও বলা হয়, ফাইজারের টিকা শুধু স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ বয়সী) দুই ডোজ এবং জনসাধারণের মধ্যে যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূত্র: বাংলা ট্রিবিউন




স্মৃতি ও স্মরণ

ছবি