২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু ফের ৪ হাজারের বেশি

আপডেট : মে ২১, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ

212

ভয়েস বাংলা ডেস্ক

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে আড়াই লাখের কাছাকাছি। সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বৃহস্পতিবারের তুলনায় বেড়ে ফের ৪ হাজারের ছাড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশির গণমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখের বেশি। এ নিয়ে পর পর ৩ দিন এত সংখ্যক পরীক্ষা হলো।

এ সময়ে ভারতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৯১ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজারের বেশি।

বলা হচ্ছে, দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত কয়েক দিন ধরেই ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লাখের বেশি। মোট সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ৩০ লাখের কাছাকাছি।

বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বদলেছে পরিস্থিতি। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মহারাষ্ট্রের সংক্রমণ এখন ৩০ হাজারের কম। কেরালায় একটু কমলেও ৩০ হাজারের আশপাশে রোজ আক্রান্ত হচ্ছে।

কর্ণাটকের পরিস্থিতি এখনো লাগামছাড়া, তামিলনাড়ুর অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে দৈনিক সংক্রমণ ৩৫ হাজার ছাড়িয়েছে। অন্ধ্র প্রদেশেও তা ২০ হাজারের বেশি। পশ্চিমবঙ্গে ১৯ এবং ওডিশায় ১১ হাজারের ঘরে ঘোরাফেরা করছে তা। গত কয়েক দিনে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে।




স্মৃতি ও স্মরণ

ছবি