জ.ই. মামুন
প্রতিদিন বারবার আমি নিহত হই।
আমাকে হত্যা করে চেনা রাস্তা পথঘাট,
পিতা মাতা ভ্রাতা ভগ্নি, দারা পুত্র পরিবার
বোদলেয়ারের আশ্চর্য মেঘদল থেকে ঝরে পড়া বৃষ্টি
জলজট, যানজট, কর্দমাক্ত আকাশ, মেঘলা মাঠ।
আমি নিহত হই বন্ধুর মুখোশ পরা শত্রুর
আস্তিনে লুকানো ছুরির ফলায়।
আমাকে হত্যা করে গণতন্ত্র, রাজনীতি
নির্বাচনের প্রহসন, পাসপোর্ট ভিসা সীমান্ত চৌকি।
আমাকে নিয়ত খুন করে ক্রস ফায়ার, এনকাউন্টার।
আমি নিহত হই অগ্নিতে বাষ্পে, জলে স্থলে অন্তরীক্ষে।
প্রতিদিন সকালে আমি প্রাণ হারাই সংবাদপত্রের পাতায়
প্রতি রাতে আমি নিহত হই টেলিভিশনের পর্দায়
সংবাদ টকশো আর মেগা সিরিয়ালের বেয়নেটে।
নিহত হই ফেসবুকে, ইনবক্সে, ইমেইলের খামে।
কেবল তখনই আমি বেঁচে উঠি- যখন আমি বসি
কবিতার নীবিড় ছায়ায়, কবিতার মৃতসঞ্জিবনী
আমাকে নিপুণ বাঁচিয়ে তোলে
আগামিকালের নতুন মৃত্যুর জন্যে।
(ফেসবুক স্ট্যাটাস থেকে)