Online Bangla feature and news portal
২৫শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

করোনা এবং গণপরিবহণ

আপডেট : মার্চ ৩১, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ

657

মাসুদ কামাল

কোভিড-১৯ এর কারণে গণপরিবহণে ৫০ শতাংশ আসন খালি রাখতে বলা হয়েছে। এতে পরিবহণ মালিকদের যাতে ক্ষতি না হয় সেজন্য ভাড়া বৃদ্ধি হয়েছে ৬০ শতাংশ। আসন যদি ৫০ কমে, ভাড়া কেন ৬০ বাড়বে ?
তারও চেয়ে বড় কথা, প্রতিটি পরিবহণে আসন যে অর্ধেক কমিয়ে দেওয়া হলো, এখন বাকি অর্ধেক মানুষের যাতায়াত কিভাবে হবে? যানবাহনের সংখ্যা কি বাড়ান হয়েছে? না, সেটা হয়নি।
গতবছর যখন এরকম নিয়ম করা হয়, তখন কিন্তু অনেক অফিস আদালত বন্ধ ছিল। এবার তো কোন বন্ধ নেই। অফিস, আদালত, বাজার, শপিং মল, মেলা, উৎসব- সব খোলা। তাহলে ? মানুষকে ঘরের বাইরে যেতে বলবেন, কিন্তু গণপরিবহণে যাতায়াতের ব্যবস্থা রাখবেন না- এটা কেমন কথা!
আজ নগরীর বাসস্টপেজগুলো দেখেছেন? হাজার হাজার মানুষ সকাল থেকে ভিড় করে দাঁড়িয়েছিল, বাসে উঠতে পারছিল না। ভিড়ের মধ্যে যে ধাক্কাধাক্কি হচ্ছিল, তাতে কি সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছিল?
আমি বুঝি না, এমন এমন উদ্ভট সব সিদ্ধান্ত কি ধরনের উর্বর মস্তিষ্ক থেকে বের হয়। যে মন্ত্রী, আমলা, কর্তাব্যক্তিরা এমন সিদ্ধান্ত দেন, তাদের প্রতি অনুরোধ- একবার যেয়ে ওই মানুষের লাইনে দাঁড়ান। দেখেন, কেমন লাগে।

(ফেসবুক স্ট্যাটাস থেকে)




স্মৃতি ও স্মরণ

ছবি