মোশারফ হোসেন নির্জন, অস্ট্রেলিয়া থেকে
বিদেশ বিভুঁইয়ে দেশীয় নারীদের একটি বন্ধনে আবদ্ধ করতে প্রয়াস রেখেছেন বাওয়া উইমেনস ফোরাম। অস্ট্রেলিয়ার পার্থে এককভাবে নারীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে এই প্লাটফর্মটি। মূলত নারীর ক্ষমতায়ন, আত্নবিশ্বাস, মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ নেপথ্যের স্বেচ্ছাসেবীরা।

ওয়ের্ষ্টান অস্ট্রেলিয়ার মূল সংগঠন বাওয়ার পৃষ্ঠপোষকতায় নারীদের একক মঞ্চ দাড় করিয়েছেন এখানকার বাংলাদেশী মহিলারা।
ররিবার, ২৮ শে মার্চ পার্থের হ্যারিসডেল প্যাবিলিয়নে আয়োজন করা হয় উইমেন ফোরামের প্রথম মিলনমেলা। এতে অংশনেন দেড় শতাধিকেরও বেশী নারী। প্রায় একই রঙ্গের শাড়ী পরিধান করে একটি ভিন্নধারার আবহ ফুটিয়ে তোলেন সবাই ।
অনেকেই নারীদের প্রথম প্রোগ্রাম শুনে আগ্রহ নিয়ে অংশ নেন। বেশ কয়েকটি ধাপে ভিন্ন ভ্ন্নি কর্মসূচির সংযোজন করেন আয়োজকরা। এর মধ্যে উৎসাহমূলক আলোচনা, হিলিং সেশন, সাংস্কৃতিক পর্ব, নারীদের চাকুরী অন্বেষণ ও আর্থিক সাবলম্বীতার বিষষবস্তু অন্তুর্ভূক্ত করা হয়।

অনুষ্ঠানটির নেতৃত্ব দেন ড. সামা কামাল। তিনি বলেন, আমরা পার্থের নারীদের একটি বিশেষ সূত্রে আবদ্ধ করতে চেয়েছি। বেশ সাড়া পেয়েছি । সবাই এটিকে ইতিবাচক ভাবে নিয়েছে। আমরা নারীদের সকল ধরণের সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চাই।
অংশগ্রনকারীদের একজন বলেন, সবাই একধরণের সাজে একটি সন্ধ্যা কাটাতে পেরেছি, শিক্ষনীয় অনেক বিষয় আলোচনা হয়েছে।খুব ভাল লেগেছে। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে।
আয়োজনের বিরতিতে খাবার সংযোজন এবং শেষার্ধে র্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এ মিলনমেলার সার্বিক তত্বাবধানে ছিলেন বাওয়া সভাপতি শাহেদীন শহীদ রাজু। সবমিলিয়ে আড্ডা ও খুনসুটিতে এক বাংলাদেশময় সন্ধ্যার স্বাক্ষী হন উপস্থিতিরা।