ভয়েস বাংলা ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কর্মসূচি দেশজুড়ে পরিচালনা করা হলেও সরকারিভাবে বলা হচ্ছে করোনার মতো সংক্রামক ব্যাধি প্রতিরোধে আপাতত মাস্ক ব্যবহারের কোনও বিকল্প নেই।
বিশ্বব্যাপী আবারও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। একইসঙ্গে দেশেও করোনার সংক্রমণ হার বেড়ে যাওয়ায় সরকারিভাবে আবারও দেশজুড়ে মাস্ক পরার বিষয়ে জনসচেতনতা তৈরিতে অভিযান শুরু হয়েছে। তবে এবার কঠোরতা দেখাতে শুরুতেই করা হচ্ছে মাস্কবিহীন চলাফেরা করা লোকদের জরিমানা।
মাস্ক পরা নিশ্চিত করতে বিভিন্ন জেলায় আবারও মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি-বেসরকারি অফিসগুলোতে আবারও জোরদার হচ্ছে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম। ১৫ মার্চ থেকে গণসচেতনতায় মাইকিংও চলবে। এরপরও মাস্ক ছাড়া কেউ বাইরে বের হলে গুণতে হবে জরিমানা।
করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পাওয়ার পর আবারও মাস্ক পরা নিশ্চিতে এসব কর্মসূচি জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে। শনিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়।