২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইতালির ভেনিসে আমরা কুমিল্লা বাসীর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১ ৯:৪৫ পূর্বাহ্ণ

245

জাকির হোসেন সুমন, ইতালি থেকে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির ভেনিসে বসবাসরত আমরা কুমিল্লা বাসীর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের মেসত্রের একটি রেস্তোরাঁয় পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। কবির হোসাইন এর পরিচানায় আসাদুজ্জামান রুবেল ও মাসুদ রানার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির রোম মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান । আমরা কুমিল্লা বাসী ভেনিসের সভাপতি নিমাল চৌধুরী র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী , বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভেনিসের সাবেক সভাপতি রফিক ছৈয়াল , কিশোরগঞ্জ জেলা সমিতির সেলিম জাবেদ । এছাড়াও উপস্থিত ছিলেন শাহদত হোসেন , কাউছার ভূইয়া , মাহবুবুর রহমান , রাব্বি সহ অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, রাস্ট্রভাষা বাংলা বাস্তবায়নে জীবন দিয়ে যারা মাতৃভাষা কে ছিনিয়ে এনেছেন তাদের কে বাংলাদেশের মানুষ সারাজীবন মনে রাখবে । সভা শেষে ফুল দিয়ে প্রধান অতিথিকে বরন করে নেন আমরা কুমিল্লা বাসী সংগঠনের নেতৃবৃন্দ ।




স্মৃতি ও স্মরণ

ছবি