ভয়েস বাংলা ডেস্ক
কুয়েতের প্রবীণ আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তির পর তিনি বেশকিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করাবেন। খবর পার্সটুডের।
৯১ বছর বয়সী আমিরের অনুপস্থিতিতে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারই বৈমাত্রেয় ভাই যুবরাজ শেখ নাওফ আল-আহমদ আল-সাবাহ। অবশ্য এজন্য রাজকীয় ফরমান জারি করতে হয়েছে।
রাষ্ট্রীয় ফরমানের বরাত দিয়ে কুয়েতের বার্তা সংস্থা কুনা জানিয়েছে, যুবরাজ নাওফ অস্থায়ীভাবে কিছু নির্বাহী দায়িত্ব পালন করবেন। বার্তা সংস্থাটি বলছে, বৃদ্ধ আমির কিছু মেডিক্যাল চেকআপ করাবেন তবে এ ব্যাপারে বিস্তারিত জানায় নি। শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরের সময় সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে কারণে সে সময় হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক বাতিল করা হয়। অক্টোবর মাসে তিনি দেশে ফিরে আসেন।
সূত্রঃ বিডি প্রতিদিন