ভয়েস বাংলা ডেস্ক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক মাহবুব আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল ৯টা ৩৮ মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। কর্মজীবনে ইউএনবি, দৈনিক আজাদ, দৈনিক দিনকাল, দৈনিক সংবাদসহ অসংখ্য গণমাধ্যমে কাজ করেছেন। বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।