ভয়েস বাংলা রিপোর্ট
এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মোস্তফা কামাল সৈয়দ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি গত ১৫ মে করোনায় আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী জিনাত রেহানাও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
তার আগেও এনটিভির দু’জন রিপোর্টার, একজন বার্তা সম্পাদক, ছয়জন ক্যামেরাম্যান ও ২ জন সংবাদ উপস্থাপক করোনায় আক্রান্ত হয়েছিলেন।