ভয়েস বাংলা ডেস্ক
বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘ প্রায় আট মাস ধরে শারীরিক অসুস্থতার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি আগামী বুধবার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন বলে এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস নিশ্চিত করেছেন।

গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন তিনি। এছাড়াও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।
অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে ইতিমধ্যে এন্ড্রু কিশোর বিক্রি করেছেন উনার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাট। তাছাড়া উনার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিল্পীর পরিবারের সদস্যগণ, মিডিয়া ব্যক্তিত্ব, বেশকিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন।