Online Bangla feature and news portal
৯ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

শাহরুখের ছবির সঙ্গে ‘মানি হাইস্ট’–এর সম্পর্ক কী

আপডেট : সেপ্টেম্বর ৭, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ

5

ভয়েস বাংলা ডেস্ক

একটা লম্বা বিরতি। এরপর বেশ তোড়জোড় করেই ফিরছেন বলিউড কিং খান। দক্ষিণি পরিচালক অ্যাটলির হাত ধরে নতুন ছবি নিয়ে আসছেন শাহরুখ খান। ছবিটি নিয়ে গুঞ্জন কম নেই। নতুন করে যুক্ত হলো—দুনিয়া কাঁপানো ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’–এর যোগসূত্র আছে ছবিটির সঙ্গে!

গত শুক্রবার ভারতের পুনেতে ছবির শুটিংও শুরু হয়েছে। শাহরুখের সঙ্গে আছেন দক্ষিণি ছবির লেডি সুপারস্টার নয়নতারা। দেখা যাবে প্রিয়ামণিকেও। শোনা গেছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। পর্দায় নেতিবাচক ও ইতিবাচক দুটি চরিত্রে দেখা যাবে তাঁকে। নেতিবাচক চরিত্রে শাহরুখকে দেখা যাবে ব্যাংক ডাকাতের ভূমিকায়। এখানেই যোগসূত্র পাওয়া গেছে ‘মানি হাইস্ট’–এর সঙ্গে। বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই সিরিজের কিছু অংশ নিয়ে নাকি এই ছবির সাবপ্লট বানানো হয়েছে। এমনটাই প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদমাধ্যম। আর যদি তা–ই হয়, তবে সিরিজটির জনপ্রিয় চরিত্র ‘প্রফেসর’–এর মতোই একটি চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে!

ব্যাংক ডাকাতকে ধরতে থাকবে স্পেশাল এজেন্ট। ওই চরিত্রেও থাকবেন শাহরুখ নিজেই। অর্থাৎ নিজেই নিজের মুখোমুখি হচ্ছেন কিং খান। তবে আসলেই ছবিটির সঙ্গে ‘মানি হাইস্ট’–এর কোনো যোগসূত্র আছে কি না, এ বিষয়ে কিছুই জানায়নি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান।

ছবির গল্প ও কাহিনি পরিচালক অ্যাটলির। পাশাপাশি শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস ছবির পাণ্ডুলিপি নিয়ে পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ছবিতে দেখা যাবে জনপ্রিয় কৌতুকাভিনেতা সুনীল গ্রোভারকেও। রেড চিলিস এর আগে একবার নেটফ্লিক্সের সঙ্গে ‘মানি হাইস্ট’–এর হিন্দি ভার্সন বানানোর ব্যাপারে কাজ শুরু করেছিল। পাণ্ডুলিপির কাজ কিছু দূর এগোলেও শেষ পর্যন্ত সফল হয়নি। তাই এবারে অ্যাটলির ছবিতে ‘মানি হাইস্ট’–এর কিছু অংশ সাবপ্লট হিসেবে থাকায় শাহরুখভক্তরা বেজায় খুশি!

অ্যাটলি দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার ‘রাজা রানি’, ‘মার্সাল’, ‘থেরি’র মতো ছবি পরিচালনা করেছেন। দর্শক মুখিয়ে আছেন অ্যাটলি–শাহরুখ জুটির ছবি দেখতে।

সূত্র: প্রথম আলো




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছবি