Online Bangla feature and news portal
৯ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

বিয়ের খরচ ৫০-৫০

আপডেট : সেপ্টেম্বর ৭, ২০২১ ২:২৯ অপরাহ্ণ

6

ভয়েস বাংলা ডেস্ক

বিয়ের গয়না, কাপড়চোপড়, খাবারদাবার, ফটোগ্রাফারের বিল—সব বরকে একাই দিতে হবে? এ নিয়ম মেনে নেননি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বরকে বলেছিলেন, খরচ দুই ভাগ হবে। এক ভাগ তুমি, আরেক ভাগ দেব আমি। বিয়ের খরচ ভাগাভাগির এ ঘটনা সম্প্রতি স্বীকার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কাদের বিয়ের অসাধারণ আয়োজনটি ভক্তদের সহজে ভোলার কথা নয়। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিয়ের আংটির খরচটা কেবল নিক একা বহন করেছিল। বাকিটা তাঁরা দুভাগে ভাগ করে বহন করেছেন। এখনকার তরুণ–তরুণীদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, ‘বিয়ের অনুষ্ঠানের যে খরচ, বর–কনে দুজনেরই সমান ভাগে বহন করা উচিত। যাঁরা বিয়ে করতে যাচ্ছেন, সেভাবেই পরিকল্পনা করুন। এতে বিয়ের অনুষ্ঠানটি আরও চমৎকার হয়ে উঠবে।’

রাজস্থানের যোধপুর উমেদ ভবন প্যালেসের উঠানে পশ্চিমা কায়দায় বিয়ে হয় প্রিয়াঙ্কা ও নিকের। আয়োজন দেখে মনে হয়েছে, যেন সত্যিকারের রাজকন্যা আর রাজপুত্রের বিয়ে হয়।

যদিও পরস্পরের ধর্মীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে হিন্দু ও খ্রিষ্টান—দুই রীতিতেই বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। তাঁদের বিয়ের সেই ছবি–ভিডিও এখনো ঘুরছে ইন্টারনেটে। বিশ্ব গণমাধ্যমের দৌলতে রূপকথার মতো সেই বিয়ের সাক্ষী হয়েছিলেন বিশ্ববাসী। ভারতের যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবনে সেই বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার, স্বজন ও বন্ধুরা। বিয়েতে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল সোনালী বসুর ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে। এতে তাঁর সহশিল্পী ছিলেন ফারহান আখতার, জাইরা ওয়াশিম, রোহিত সরাফ প্রমুখ। শিগগিরই ফারহানের ‘জি লে জারা’ ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে। তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ।

সূত্র: প্রথম আলো




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছবি