Online Bangla feature and news portal
৮ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : সেপ্টেম্বর ৮, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ

2

ভয়েস বাংলা ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বুধবার বিকেল ৪টায়, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

চতুর্থ টি-টোয়েন্টিতেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। তবে দুটি পরিবর্তন এসেছে কিউইদের একাদশে।

ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার থিকনার। একাদশে জায়গা হারিয়েছেন জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইন।

আজ জিতলে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড ফিরবে সমতায়। তৃতীয় টি-টোয়েন্টি জিতেছিল তারা। প্রথম ‍দুই টি-টোয়েন্টি জেতে বাংলাদেশ। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক-উইকেটরক্ষক), কলিন ডি গ্রান্ডহোম, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকঞ্চি, হামিশ বেনেট, ব্লেয়ার থিকনার, অ্যাজাজ প্যাটেল।

সূত্র: দেশ রূপান্তর




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছবি