Online Bangla feature and news portal
৯ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

করোনা বিধি নিয়ে বিভ্রান্তি: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ

8

ভয়েস বাংলা ডেস্ক

কিক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই ম্যাচ। আর্জেন্টিনার তিন ফুটবলারকে ধরতে মাঠে ঢুকে পড়েছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বিতর্কিত এই ঘটনার পর ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছে সাউথ আমেরিকান ফুটবলস গভর্নিং বডি- কনমেবল।

রবিবার আর্জেন্টিনার চার খেলোয়াড়ের ম্যাচে অংশ নেওয়া নিয়ে আপত্তি জানায় ব্রাজিলিয়ান স্বাস্থ্য অধিদপ্তর। তারা মনে করছে ওই খেলোয়াড়রা কোয়ারেন্টাইন বিধি ভঙ্গ করেছেন।

সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়াসে অবশ্য নির্ধারিত সময়েই ম্যাচটি মাঠে গড়ায়। যে চার খেলোয়াড়ের ব্যাপারে আপত্তি ছিল ব্রাজিলিয়ান স্বাস্থ্য অধিদপ্তরের, তাদের তিনজনই ছিলেন একাদশে।

তারা হলেন- এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও জোভান্নি লো সেলসো। এমি বুয়েনডিয়া একাদশে ছিলেন না।

ম্যাচ শুরুর সাত মিনিট যেতে না যেতেই ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ওই খেলোয়াড়দের ধরতে মাঠে ঢুকে পড়েন।

এতে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে তাদের হাতাহাতিও। এক পর্যায়ে মাঠ ছেড়ে যায় আর্জেন্টিনার খেলোয়াড়রা।

প্রায় এক ঘণ্টা পর ম্যাচ স্থগিতের ঘোষণা আসে। ব্রাজিল খেলোয়াড়রা ওই সময়ে মাঠে অনুশীলন করছিল।

কনমেবল জানিয়েছে, রেফারি এবং ম্যাচ কমিশনার তাদের রিপোর্ট ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে জমা দেবেন। তারাই পরবর্তী নির্দেশনা জানাবে।

যে চার খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই ইংল্যান্ডে খেলেন। এমিলিয়ানো মার্তিনেজ ও এমি বুয়েনডিয়া খেলেন অ্যাস্টন ভিলায়। ক্রিস্টিয়ান রোমেরো ও জোভান্নি লো সেলসো খেলেন টটেনহ্যামে।

ব্রাজিলের নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্য থেকে আগত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেটা করেননি ওই চার ফুটবলার।

কিন্তু ওই খেলোয়াড়দের নিয়ে ম্যাচ কেন শুরু করতে দেওয়া হলো, সেই প্রশ্নও এখন আসছে স্বাভাবিকভাবেই।

সূত্র: দেশ রূপান্তর




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছবি