ভয়েস বাংলা ডেস্ক
জাতীয় দলের হয়ে টেস্ট না খেলে আইপিএলে অংশ নিতে ভারত সফরে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। করোনা সংক্রমণ এড়াতেই বাধ্যতামূলক তাকে মুম্বাইয়ের একটি হোটেলে কোয়ারেন্টিনে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ।
দুই-এক দিনের মধ্যেই কেকেআরের হয়ে অনুশীলন শুরু করার কথা রয়েছে সাকিবের। বিশ্বসেরা এ অলরাউন্ডার দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই দুঃসংবাদ পেল বলিউড সুপারস্টারের ফ্র্যাঞ্চাইজিটি।
নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার নিতিশ রানা করোনা পজিটিভ। অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোয়ারেন্টিনে থাকা রানার প্রথম পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে আশার খবর হলো বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট করানো হয়েছে, সেই পরীক্ষায় তিনি নেগেটিভ হয়েছেন। তাকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে।
সূত্র: যুগান্তর