Online Bangla feature and news portal
২২শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

শিবচরে ট্রাক খাদে পড়ে চারজন নিহত

আপডেট : আগস্ট ১, ২০২১ ১২:০৭ পূর্বাহ্ণ

25

ভয়েস বাংলা ডেস্ক

মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার কাছে দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক আড়িয়াল খাঁ নদের সেতুর টোল প্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামের টোল প্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরও দুজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোল প্লাজার কাছে রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর ওপরে ৮-১০ জন সাধারণ যাত্রী বসে ছিলেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো




ছবি