ভয়েস বাংলা ডেস্ক
রাজধানীর দারুস সালাম এলাকার টেকনিক্যাল মোড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় মারা গেলেন সম্ভাবনাময় অভিনেত্রী আশা চৌধুরী। শোবিজ অঙ্গনে শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রে কাজ শুরু করেছিলেন। নির্মাতারাও তার মধ্যে সম্ভাবনা দেখছিলেন। যার ফলে টেলিভিশন মিডিয়ায় দ্রুত ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত হচ্ছিলেন। কিন্তু ঘাতক ট্রাক আশার সে স্বপ্নকে রক্তাক্ত করে সড়কের সঙ্গে পিষে ফেলল।
সোমবার রাতে মিরপুরের দিকে যাবেন এজন্য টেকনিক্যাল মোড় পার হচ্ছিলেন আশা। আর অমনি ঘাতক ট্রাক চাপা দিয়ে দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে আশা চৌধুরীর।
নিহতের পরিবারের বরাতে দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন। এছাড়া ওই তরুণী অভিনয় করতেন বলে তার পরিবার জানিয়েছে।
তিনি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে ওই তরুণী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।