Online Bangla feature and news portal
৩০শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

ভোরের কাগজের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু

আপডেট : জানুয়ারি ১৫, ২০২১ ৯:১০ অপরাহ্ণ

162

ভয়েসবাংলা ডেস্ক

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন।

শুক্রবার সকালে বুকে হঠাৎ তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে খিলগাঁওয়ের বাসা থেকে মালিবাগের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক এন রায় রাজা বলেন, “ডাক্তাররা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই হিলালীর মৃত্যু হয়েছে।”

হিলালী ওয়াদুদ চৌধুরীহিলালী ওয়াদুদ চৌধুরী৪৯ বছর বয়সী হিলালী ওয়াদুদ চৌধুরী ভোরের কাগজের ডেপুটি মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাব এডিটরস কাউন্সিলের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হিলালী। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার আগে তিনি অসুস্থ হয়ে পড়েন।

জাতীয় প্রেসক্লাবের সামনে হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজায় অংশ নেন তার সহকর্মীরাজাতীয় প্রেসক্লাবের সামনে হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজায় অংশ নেন তার সহকর্মীরাদুপুরে ভোরের কাগজ কার্যালয়ে সহকর্মীরা হিলালীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হয়। নীলফামারীর ডোমারে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
হিলালী ওয়াদুদ চৌধুরী স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মেয়ে আইডিয়াল স্কুলের মুগদা শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

তথ্য সূত্রঃ বিডি নিউজ ২৪