থাইল্যান্ড প্রতিনিধি।
আজ ১০ জানুয়ারি স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি শ্রদ্ধায়, ভালোবাসার সাথে বিশ্বের অন্য অন্য দেশের ন্যায় থাইল্যান্ডেও উৎযাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, থাইল্যান্ড।
মহানায়কের দেশে ফেরার মধ্যে দিয়ে পূর্নতা পায় বাঙালির স্বাধীনতা ।
পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় নতুন দিনের প্রত্যাশা পূরনের স্বপ্নের।
করোনা মহামারির কারণে শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ আওয়ামী লীগ, থাইল্যান্ড হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – জসিম উদ্দিন আহমেদ খান মাসুদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, থাইল্যান্ড, আরো যারা উপস্থিত ছিলেন -আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, পল্লবী থানা কমিটি, ঢাকা মহানগর উত্তর, দ্বীন মোহাম্মদ তালুকদার, আবু ছালেহ মুন্না, মিজানুর রহমান মিজান, শ্রী রনধীর কুমার বোস, নুরুল ইসলাম নুরুসহ অন্যান্য সদস্যগন।