হাসান তামীম, ভিয়েনা থেকে
পর্তুগালে বসবাসরত দুজন তরুন উদ্যোক্তার প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশীদের নতুন কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা যাত্রা শুরু করলো ফিউচার গ্রপ এলডিএ। মূলত পর্তুগালে আগত বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা আরিফ হোসেন রিগান এবং হোসেইন আল রিয়াজ জানান, অনেক প্রবাসী বাংলাদেশী পর্তুগালে আসার পর কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রকার হয়রানি পোহাতে হয়। এছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশী দালালদের কারনে পর্তুগালে ভিসা জটিলতায় পরেন। প্রবাসী বাংলাদেশীদের এইসকল সমস্যা দূরীকরনে আমরা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি৷
প্রতিষ্ঠানটির সিইও আরিফ হোসেন রিগান পূর্বেও পর্তুগালে বেশ কয়েকটি অভিবাসন এবং কর্মসংস্থান বিষয়ক প্রতিষ্ঠানে কাজ করেছেন। রিগান বলেন, আমি চাই প্রবাসী বাংলাদেশীরা যাতে কাজ সহজেই পেতে পারেন এবং বৈধভাবে থাকতে পারেন সেই বিষয়টি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য ফিউচার গুরু মূলত কর্মসংস্থান, স্টুডেন্ট ভিসা এবং অভিবাসন বিষয়ক সকল ধরনের সেবা প্রদান করবে বলে জানান প্রতিষ্ঠানটি উর্ধতন কর্মকর্তারা।