ভয়েস বাংলা ডেস্ক
এক মেয়াদেই দুই বার ইমপিচমেন্টের শিকার হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগের অভিশংসনে তার বিরুদ্ধে নিজ দলের কেউ ভোট দেয়নি গর্ব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ১০ জন রিপাবলিকান কংগ্রেসম্যান তার বিরুদ্ধে ভোট দিয়েছে। ২৩২-১৯৭ ভোটে ট্রাম্প অভিশংসিত। তার বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছিল তিনি গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে “বিদ্রোহের উস্কানি” দিয়েছেন।
আজকের ভোটাভুটি ট্রাম্পের বিরুদ্ধে গেলেও চূড়ান্ত ফলাফল জো বাউডেন ক্ষমতায় আসার আগে পাওয়া যাবে না। কারণ প্রতিনিধি পরিষদের সিদ্ধান্ত সিনেটে যেতে হবে ট্রায়ালের জন্য। আর সিনেটের মেজরিটি পার্টির নেতা রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন ১৯ জানুয়ারির আগে সিনেট অধিবেশন ফিরিয়ে আনতে তিনি তার জরুরি ক্ষমতা ব্যবহার করবেন না। তার মানে ট্রাম্পের ইমপিচমেন্ট বিচার হবে বাইডেনের ক্ষমতা গ্রহনের শুরুতেই।