Online Bangla feature and news portal
১লা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

গোপন সঙ্গীর সঙ্গে জ্যাকুলিনের নতুন সংসার

আপডেট : জুন ১৮, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ

32

ভয়েস বাংলা ডেস্ক

নিজের জীবন নিয়ে অত লুকোছাপা তাঁর নেই। ব্যক্তিগত জীবনের নানান মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তুলে ধরেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউডে জোর গুঞ্জন, এই শ্রীলঙ্কান নারীর জীবনে এক গোপন প্রেম এসেছে। যদিও এ সম্পর্ক নিয়ে মুখ খুলছেন না জ্যাকুলিন। বলিউডের কেউ নন, শোনা যাচ্ছে, দক্ষিণের এক শিল্পপতির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জ্যাকুলিন। অচিরেই তাঁকে নিয়ে নতুন সংসার পাততে চলেছেন তিনি।

এই সংসার পাততেই নাকি জুহুতে নতুন এক বাংলো কিনেছেন জ্যাকুলিন। খবর অনুযায়ী, নতুন বাংলোর অন্দরসজ্জার দায়িত্ব ফ্রান্সের এক ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়েছেন। জ্যাকুলিনের রুচি অনুযায়ী বাংলোটি সাজিয়ে তুলছেন তিনি। এই বাংলোতে জ্যাকুলিনের সঙ্গীর একটা অফিসও থাকবে বলে জানা গেছে। শিগগিরই তিনি মুম্বাইয়ে আসছেন।

করোনাকালের শুরু থেকে নানাভাবে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জ্যাকুলিন। সম্প্রতি ‘ইউ অনলি লিভ ওয়ানস’ (ওয়াইওএলও) নামের এক সংস্থা করেছেন। এ সংস্থার মাধ্যমে বেশ কিছু এনজিওর সঙ্গে হাত মিলিয়েছেন। এই বলিউড নায়িকা ওয়াইওএলও সংস্থার মাধ্যমে এক লাখ মানুষের খাওয়াদাওয়ার দায়িত্ব নিয়েছেন, বেওয়ারিশ প্রাণীদের জন্য খাবার আর মুম্বাই পুলিশের জন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে তাঁকে রান্না করে খাবার বিতরণ করতে দেখা গেছে। তাঁর এই ভিডিও ঘিরে তাঁর অনুরাগীরা দারুণ খুশি।

জ্যাকুলিনের হাতে এই মুহূর্তে ‘কিক টু’, ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’, ‘বচ্চন পান্ডে’, ‘রাম সেতু’র মতো ছবি আছে। লীনা যাদবের ‘শেয়ারিং আ রাইড’ ছবির মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন জ্যাকুলিন।

সূত্র – প্রথম আলো




ছবি