Online Bangla feature and news portal
২১শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

কারখানা খোলার খবরে যাত্রীর ঢল

আপডেট : জুলাই ৩১, ২০২১ ৫:০০ অপরাহ্ণ

29

ভয়েস বাংলা ডেস্ক

করোনা সংক্রমণরোধে চলমান লকডাউনের মধ্যে শিল্প-কারখানা খুলে দেওয়ার খবরে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। গাদাগাদি করে নদী পার হচ্ছে ঢাকামুখী যাত্রী।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে দক্ষিণাঞ্চলের শ্রমজীবী মানুষ ঢাকায় ফিরতে শিমুলিয়া-বাংলাবাজারে ভিড় করতে থাকে। তবে যাত্রীদের এই জট শিমুলিয়া প্রান্তে বেশিক্ষণ থাকছে না।

বাংলাদেশ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, আগামীকাল রবিবার থেকে সকল শিল্প-কারখানা খুলবে। এই খবরে আজ সকাল থেকে রাজধানীমুখী যাত্রীর চাপ বেড়েছে।

তিনি আরও বলেন, যাত্রীরা ফেরি থেকে নেমেই কয়েক মিনিটের মধ্যে ঘাট ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। এতে আমাদের প্রান্তে যাত্রীদের কোনও চাপ নেই। বর্তমানে শিমুলিয়া প্রান্তে দক্ষিণাঞ্চলগামী যাত্রী ও যানবাহনের সংখ্যা অনেক কম। শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে বর্তমানে আটটি ফেরি চলাচল করছে।

সূত্র: বাংলা ট্রিবিউন




ছবি