Online Bangla feature and news portal
২২শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

করোনায় আরও ২৩৯ মৃত্যু

আপডেট : জুলাই ৩০, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ

29

ভয়েস বাংলা ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এবং আক্রান্ত হয়ে মৃত্যু দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৫৫ জনে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ২৭১ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে পুরুষ ১২৩ ও নারী ১১৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৩ জন এবং বাড়িতে ১৫ জনের মৃত্যু হয়।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৬৪৩টি ল্যাবরেটরিতে ৫২ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৬ লাখ ৬৪ হাজার ৮৭০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৩৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দশ বছরের কম বয়সী ১ জন, দশোর্ধ্ব ৩ জন, বিশোর্ধ্ব ১৪ জন, ত্রিশোর্ধ্ব ১৫ জন, চল্লিশোর্ধ্ব ২৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৭ জন, ষাটোর্ধ্ব ৬৫ জন, সত্তোরোর্ধ্ব ৪৩ জন, আশি বছরের বেশি বয়সী ১৪ জন এবং নব্বই বছরের বেশি বয়সী ১ জন মারা যান।

বিভাগভিত্তিক হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রামে ৫৭ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ৪৫ জন, বরিশালে ১৪ জন, সিলেটে ১৪ জন, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

সূত্রঃ জাগো নিউজ




ছবি